।। নক্ষত্রের আলোয় ।।
-- প্রলয় রায়
কৌতুহলি কিশলয়
আবেগী হৃদয়ে বিষ্ময়
উদ্বিগ্ন অজানা সংশয়-
কে ডেকেছে-
আড়ালে কাছে-
ইশারা ইঙ্গিতে-
কারা প্রহর গুনছে!
নক্ষত্রের আলো জ্বলছে -
কাঁচের টুং টাং থেমেছে-
উল্লাসে ঢাকে আর্তি!
কদর্য কাদের ফুর্তি?
মুখোশের কিছু দৌরত্তি..
বিজয়ীরা ব্যাস্ত
দৃশ্যপট ফানুসের পিঠে
ভোরের পাখিরা ডেকে ওঠে
হাওয়ায় উড়ছে টুকরো ছাই..
পোষ্যের চোখ উত্তর চাই..
আহ্নিক গতি চলেছে বিরাম নাই..
চাঁদ তড়িঘড়ি বিদায় নিল-
নক্ষত্রের আলো নিভে গেল-
ভৈরবী সুর শুন লো কি,শুন লো না-
কর্মব্যস্ত সকাল হাঁটতে বেরুলো
দেরি হলে রোদ বেড়ে যাবে যে...