---।।নদীর কাছে কিছু কথা।।---

           ---- প্রলয় রায়

সেদিন নদীর কাছে দাঁড়িয়ে বলেছি আমি-
হিমালয় থেকে আমাদের তরে কিছু এনেছো কি?
নতুন কোন সুখ,অভিমুখ কোন সত্য-
নতুন করে বাঁচার কোন পথ্য
সমাজে ভারসাম্য আজ চৌচির ভেঙে চুড়ে
দলিত,হরিজন আজও পাঁকে পঁচে মরে
সত্য রা বঞ্চিত,মিথ্যার বেসাতি যত চলে বেড়ে
সত্য বাহকেরা শুধুই ডুকরে কেঁদে  মরে
বলেছি নদীকে তোমার গর্ভে উঁচুনিচু -কিন্তু উপরি তল সমান
আমাদেরো গর্ভে যাই হোক -বড়  হয়ে হয়না কেন-সব সমান এমন?
বড় শহর নগর সত্যেরে বিদায় দিয়েছে যত
মানুষকে ছেড়ে দিয়ে জল,জংগল পাহাড়ে থাকবে বলেছে সত্য
বলেছি আমিও- তুমি মিথ্যার মিতালি আজ
শহরে কি আজ -সত্যির নেই কোন কাজ?
এইতো শহরে জ্বলছে -সারি সারি চিতা
জ্বলন্ত চিতাও কি তবে -সবটাই মিথ্যা?
মৃত্যুর উপরে কি সত্য আছে?
বলেছে আমারে , হ্যাঁ আছে!
সেদিন দেখলে?
কোন এক হাসপাতালে-
মৃত ব্যাক্তির স্ত্রী এসে দেখে
স্বামীর মৃতদেহ বদলে গেছে
রেখেছে অন্য কারো মৃতদেহ -    
নদীর পাশে হয়েছি আমি বাক রুদ্ধ!
আবারও বললাম ঘুরে নদী কে
কেন তুমিও আর- যাওনা রেখে?
আমাদের জন্য কিছু সত্য,সুখ কিছু খানি
জানিনা নদী শুনেছে কি শোনেনি?
তবে দেখলাম-
নদী নিজেই মৃতদেহ বয়ে চলেছে !
যেন কল্লোল স্রোত যেতে যেতে বলছে-
তোমরা আমাদের কলুষিত করেছো -
দুষিত করেছো সমাজ আর প্রকৃতিকে
মানব জাতি কে শ্রেষ্ঠ সাজাতে-
যত মিথ্যা,অন্ধ প্রতিযোগিতা আর খুনোখুনি
বন্ধ করো এসব আজই এক্ষুণি -
মিলবে সত্য, পাবে সব সুখ-
মিথ্যার বেসাতি লুকোবে মুখ।
বদলাবে সভ্যতার অভিমুখ -
পৃথিবী আবার শান্ত হবে,হবে সব স্বাভাবিক।
------------+++++++------------