মগ ডালে
-- প্রলয় রায়
মগ ডালে বসে-
স্বপ্নের বুঁদ ফুটন্ত গোলাপ ও ডিনার সেটে
সব সুখ হেঁটে হেঁটে শীত কুমিরের পেটে
কণ্ঠনালীতে পুরুষ্টু যাদু বক্তা শ্রোতাহীন
সামনে দেখছ ওটা লবন রুটির লাইন।
অন্তঃহীন সমস্যার জটিল চক্রে-
সমাধানহীন সমাজ ছুটেছে রাহুর খোঁজে
যে গিলতে পারে বিবেকহীন আস্ত বিবেককে
নৈরাশ্যের বাগানে ফুটে আছে হলুদ বসন্ত
অনৈতিক আদ্র হাওয়ার বিস্তার আদিগন্ত।
জাদুকর ব্যাস্ত -
খোঁজে উৎকৃষ্ট বড়শীতে আকৃষ্ট মাছের চারা
দিশেহারা শীতে উনিশ কুড়ি খোঁজে ফিনিক্স
অগুনতি কংকাল কেশাগ্রে সম্মোহিত টুপি
ঊর্ধ্ববাহু শরীরে প্রবাহিত ক্রোধের হীম স্রোত ।
চেনা অচেনা বিশ্ব আলাপ হীন-
নিজ স্বত্ত্বা রক্ষনে নিমিত্ত স্থিতিশীল নিশ্চুপ।
দৈনন্দীন যাপন যুদ্ধে যেন যুদ্ধাপরাধী বন্দী
ক্ষুদ্র মরিচিকার তাড়নায় ছোটাছুটি ভরপুর
ভূমিতল তাকিয়ে মগডালে বাসায় বাস্তু ঘুঘু।
**********-------***********