---।।ফুটপাত বাসি।।---
      ------প্রলয় রায়-----

রাতের বেলায় আঁধার আলোয় শুয়ে কারা  
পথের ধারে?
ঘর নেই, ছাওনি নেই,নেইকো কোন আস্তানা -    
- মাথার উপরে!
বিছানা নেই,গদি নেই,নেইকো পালংক - থাকে
শুয়ে মাদুরপাতি।      
গাড়ি চলে,মাতাল আসে রাত বিরেতের মাঝে
ঘুম নেই সারারাতি।
মশা আছে,মাছি আছে,আছে কত  পোকা
-বিপদ যত শ্বাপদসংকুল!
শ্রাবন মাসে,মাটি ভিজে,রাস্তা জলে ভরা -  
পরিস্থিতি কত  প্রতিকূল!

জন্মে ওরা রাস্তাতেই,ফুটপাতই ঘরবাড়ি আর বেড়ে ওঠাও তাতে
আমরা যারা গৃহ বাসি থাকি নিশ্চিন্তে  নিরাপত্তার ঘেরাটোপে
এদের তরে করতে পারিনা কি কিছু? একটা নিরাপদ আশ্রয় স্থল।
আসলে যেটা করতে হবে দীর্ঘ মেয়াদি একটা
স্থায়ি আবাস স্থল-
বিশ্বব্যাপি নেতাদের বসতে হবে একসাথে,করতে হবে সমাধান-
উদ্বাস্তু সমস্যা-শুধু নয় বাংলার-  
  বিশ্ব জুড়ে সর্বব্যাপী সর্বত্র বিদ্যমান।
বিশ্বব্যাপী জনসংখ্যা বাড়ছে যত,
সম্পদের বন্টনে অসাম্য হচ্ছে তত
কিছু জনের সম্পদ বাড়ছে অগুন্তি  
অর্ধমৃত জনগণের হচ্ছে তাই ভোগান্তি
মানুষ হয়ে মানুষকে যদি নাই দেখে
গৃহহারা মানুষ তবে ঠাঁই কোথা পাবে?
ভাবতে হবে মানুষকেই, ভারসাম্য  বজায় রেখে
রেখে সব সমতা,চলতে হবে ঠিক পথে।
--------++++++++++--------