।।এখনও লিখি।।
--প্রলয় রায়

এখনও লিখি কোনও দিন তুমি পড়বে বলে
সত্যিই তুমি  ভাবতে কি যে হাতে লেখা পেলে
সূর্য ডোবা এখনও দেখি   রোজ বিকাল হলে-
রাতে চাঁদ এখনো খেলে জানালা খানা মেলে।

কেনো আজও  সাথি হও বিশেষ কোন বাঁকে-
খাঁচায় টিয়া আজও কেন নামটা তোমার ডাকে-
বাঁশিটা কেন এখনও সেই বিশেষ সুরে বাজে
পাহাড় খাঁজে এখনো কেন নামটি লেখা আছে।

পোষ্য কেন এখনও দেখি কিসের গন্ধ শোঁকে।
ফুলের গাছটি  এখনো বেঁচে মুখটি তুলে থাকে।
গল্পের বইয়ে নামটি আছে যেন চিরস্থায়ী হয়ে।
খাতাটি তোমার আজো আছে যেমন ছিল আগে।