।। এখন পৃথিবী।।
----প্রলয় রায়
পৃথিবীর শ্বাস যন্ত্রে যেদিন
আগুন লেগেছিল
আমরা সাবধান হইনি।
উত্তাল সাগরে যেদিন
তেল ভাসছিল
আমরা সাবধান হইনি।
যেদিন টুইন টাওয়ার ধ্বংস হল
গেল গেল রব উঠলো
আমরা প্রকৃত বিপদ বুঝিনি।
যখন আফগান দেশের মানুষ
হয়ে গেল মানবাধিকারহীন
আমরা শুধু মন্তব্য করেছি।
আজ যখন বিশ্ব নেমে গেছে
এক দীর্ঘ অনাবশ্যক যুদ্ধে
পৃথিবী গাঁটের কড়ি ভাঙ্গছে।
যুদ্ধের সলতে দিচ্ছে গোটা বিশ্ব।
আমরা দিন,মাস,বছর গুনছি..
ধুসর পৃথিবী কি তবে আসন্ন?
উত্তরের অপেক্ষায় আমরা
কি বোবা হয়েই থাকবো?
সেই সুদীর্ঘ জন্মলগ্ন থেকে।
শিশুর আর্তি কি যাবে না
শাসকের কর্নকুন্ডলিতে?
পৃথিবীর হৃৎপিণ্ডটা বাঁচাতে।