।।এই জীবন এই সময়।।
     --প্রলয় রায়
কিছুটা বৃষ্টি সাথে কিছু ঠাণ্ডা হাওয়া-
অতিষ্ঠ দেহে গরম ঘামে স্বস্তি পাওয়া-

জনাকীর্ণ শহর গুমোট শ্বাসে চলন্ত বাস
গাড়ির নগর শব্দে-জব্দ দুপাশে আবাস।

এখন রাস্তায় প্রানের আরাম মুক্ত প্রান্তর-
অজানা মানব অচেনা মানবী গন্ধ আতর।

একটা দুটো হাল্কা প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর-  
বাড়ে আলাপ কত কাছের কত নিজের-

প্রশ্ন জাগে মনে কেন ঝগড়া এত মিছে!
দুদিনের মঞ্চে আলাপ শেষে সব পিছে!

হাসি খেলায় জীবন মেলায় কত সুমধুর-
পড়ন্ত বেলায় হবে বিদায় যাত্রী নিরুত্তর।
---++++++++++++++++--