------।বিষদাঁত।-----
--------প্রলয় রায়

সাপুড়ে যেমন সাপ নিয়ে সব খেলা দেখায়
হাটে-বাজারে মোড়ের মাথায় পাড়ায় পাড়ায়
হাজির করে বিষহীনসব ঝুড়িতে ভড়া বিষাক্ত সাপ
জানে যারা খেলা দেখে ভয়ডর হীন নেই তো তার বিষ দাঁত।

লেখক যখন লেখা ছাপায় ছাপা খানায়
কবিরা যখন কবিতাগুলো মেলে ধরে মিডিয়ায়
বাছা বাছা কার্য করি শক্তিশালী শব্দ গাঁথা
মুছতে গিয়ে বুঝতে পারে বিষ হীন ঐ সাপের ব্যথা।

মনের মত লিখে যত ব্যথাগুলো হাল্কা করে
মুছতে গিয়ে শব্দগুলো সাপের মত কামড়ে ধরে
ছটফটিয়ে যন্ত্রনাটা কোথায় যেন কুঁকড়ে ওঠে
হৃদয় মাঝে।
দুঃখ নিয়ে মনের মাঝে গোঁজা থাকে বোঝা নিয়ে।

মনে পড়ে ইউরোপিয় নবজাগরনের  দিনগুলোকে
শিল্পী আর সাহিত্যিকের হিতকারীর ভুমিকাকে
শীর্ষ জনে বুঝবে কবে শিল্প আর সাহিত্যের চেতনার,স্বাধীনতার?
স্বর্নাক্ষরে লেখা আছে ইতিহাস বেদনার কাল জয়ী মৃত্যু বরন কতশত লোড়কার।

তোমরা যে সব পড় আমার  বিষদাঁতহীন কবিতাগুলো।
মহাফেজখানায় ঘুমাক আমার কার্য করি শব্দগুলো
যেদিন আমি চলে যাবো চিরতরে চির সুখের ঘুমের দেশে
উল্টিয়ো প্রিয় শব্দগুলো পাণ্ডুলিপি ভরা আছে লক্ষ জনের ব্যথা নিয়ে ।