।। যেতে যেতে বন পথে।।
-- প্রলয় রায়
বারে বারে কত দেখা
চেনা সেই প্রিয় রেখা
ছবি আঁকা ঠোঁট চিবুক
চিত্তে গাঁথা ভাবে ভাবুক।
আলো-মাখা উষ্ণ টোল
নিখুঁত রুপ যেন নিটোল।
উদাসিন ঐ দৃষ্টি দোলায়
গভীর অনুরাগে মেলায়।
সবুজ বনে বইছে বাতাস-
উড়ছে আকাশে মুক্ত কেশ
হেলানো গাছে দিচ্ছে ছুয়ে
জানালা গলে ফাঁকে ফাঁকে।
হিসাবি রেখায় মাপা ভ্রু
দেবী প্রতিমার আঁকা অশ্রু
চেনা রুমালে ফুলের ছাপ
মুঠো ফোনের চেনা খাপ।
খালাসির মুখে কর্কশ ঘোষনা
মুহূর্তেই আনে অর্ধ চেতনা।
দূরে যাও ওগো তুমি অচেনা
এসে গেছে যে থামার ঠিকানা।
আজও কোন কথা হল না-
কালও হবে কিনা জানি না!
যে রেখা চিনেছে,ছবি এঁকেছে
জানবে না কেউ বয়ে চলেছে।
---+++++++++++----