।। অন্ধকার পকেটে।।
-- প্রলয় রায়
অন্ধকার পকেটে ঢুকে গেছে শীতের বিকাল
তিন সন্ধ্যের রান্না ঘরে উঁকি মারে হুলো বিড়াল
ছোট্ট ঝোলা ব্যাগ দৌড়ে গ্যালপিং লোকাল
জানালা দিয়ে গুঁজে দেয় ডাস্টার রুমাল।
খালি চোখে প্রহর গোনে পার্কে বসার সিটটা
গুটিকয় ওষ্ঠ-অধর খোঁজে নিবিড় ঘনিষ্ঠতা
ফাঁকা পার্কে বাদাম ওয়ালার দিন চলে না
লকডাউনের ছায়া যেন পিছু আর ছাড়ে না।
খদ্দের মগ্ন- খোঁজে নিজের পছন্দসই স্মাইলি
ভারচুয়াল কি বোর্ডে ব্যাস্ত দু বছরের অংগুলি
স্ক্রিনে রসের গল্প ছবি কবিতায় মননে মজে
অফ সেট কাঁদে নীরবে লক্ষ লক্ষ ই-পেজে ।
সামাজিক জীব শুয়ে তুতেনখামেনের সাথে।
বাউন্ডারি লাইন ছোট হয়ে আসে কত কাছে।
এমএ পাস চা ওয়ালির রোজ দিন আতংকের
নতুন গুমটি শব্দ তোলে পাটায় মারা পেরেকের।
***************************