।। আলোক অক্ষ।।
-- প্রলয় রায়

পাহাড়ের চূড়া নদী হয়ে আসে
মেঘ নিয়ে আসে নিখাদ সোনা
আমরা বিষ মাখায় দুহাত ভরে
সত্য কলুষিত হয় মিথ্যার রঙে।

ভোরের আয়নায় শিশিরের ছবি
রোদের ঝলকানি হীরের ভিতরে
বিষাদময় আঙিনায় দ্যুতি আনে
তবু হিংস্র চেতনায় কোন ছেদ নেই-

ক্ষমতায় বলিয়ান গুটিকয় জীবাণু
অবিরাম সূর্যের তেজ শুষে নেয়।  
খাদের কিনারে ঢোকে  জীবনস্রোত
পুঞ্জীভূত অভিমান গড়ে আলোক অক্ষ।
★★★★★★★★★★★★★★★