আমার ভিতর দিয়া চালাইতেছো মোরে-
আমি তাহাতো বুঝিতে পারি,
তোমার হাতেই বন্দী এখন,
মুক্তি পাবো জানিনা কখন,
মৃত্যু যখন আসিবে তখন,
তুমি যাইয়ো আমায় ছাড়ি।
আমার জীবন পথে সদা চলার সময়,
জানি চলেছো তুমি আমার পাশে
আজ দেখি মোর যত ক্ষত,
তারা বেদনার বাণে জর্জরিত,
চলতে পারেনা ঠিক তোমার মতো,
তবু রয়েছ চেতনায়, অবকাশে।
পাশাপাশি পথ, তারা চলে কত ভাবে!
কিছুক্ষণ সোজা, আবার বাঁক
হয়ত বা পথ হাঁটবো দুজন,
তবে জানি না, তা কতক্ষণ?
সদা পালিয়ে বেড়ায় আমার মন,
তাই তোমার জীবন তোমার থাক।
আমি রাস্তার পাশের এক ছিন্ন মুকুল-
ছিঁড়ে গিয়েছি আমি বোঁটা থেকে,
আজ আমাতে লেগেছে ধুলো,
ম্লান হয়ে যায় সব স্মৃতিগুলো,
নেই অবশেষ কোনো চালচুলো,
পাশাপাশি পথও গিয়েছে বেঁকে।
পথ চলা আজ আমার হয়েছে শেষ
পথ থেকে গেছে আজও বাকি,
অবসন্ন মনে আমি ফিরে যাই,
তোমায় খুঁজেও খুঁজে না পাই,
তোমার ঠিকানা আমার জানা নাই,
আজ তাহলে একাই আমি থাকি।।