বর্ষা থেমেছে শরতের আগমনে,
থেমে গিয়েছে ঘন বর্ষার ধারা;
শুধু শরৎ আসেনি তাদের পাড়ায়,
আজ হয়েছে যারা সর্বহারা।
প্যান্ডেল দেখা যায় পাড়ায় পাড়ায়,
মা কি আসছেন শুধু ঐ প্যান্ডেলেতে?
খোঁজ কি রেখেছে কেউ আজ তাদের,
নাম ওঠেনি যাদের NRC তালিকাতে।
মা কি শুধু তাদের? নাকি সবার?
ভাবতে ভাবতে কাটে সারাটা দিন;
হঠাৎই এক ঝটকায় হয়েছে তারা
আজ কেন নিজের পিতৃভূমিহীন?
মা তবে কার বাড়ি এসেছেন?
বাপের? নাকি অন্য কারো!
পাড়ার দাদারা হাঁকছে শুধু,
ছাড়ো। এবার বাড়িটা ছাড়ো।
দেশের লোক নেই ওদের পাশে,
হয়েছে আজ ওরা ঘরছাড়া;
নিজের দেশ আজ কোনটা তাহলে
জানবে কি সে সব সর্বহারা?