পরের জনমে তুই প্রদীপ হোস
তোর আগুনে জ্বলব আমি খুব।
আর যদি তুই ঝিনুকের মুক্ত হোস
তোর জন্য আমি লাগাব ডুব।।
পরের জনমে আমি বৃষ্টি হবো
হঠাৎ ই ঝরবো গায়ের উপর তোর।
ভিজিয়ে দিয়ে সমস্ত শরীরটাকে,
কাটিয়ে দেব তোর সমস্ত ঘোর।।
পরের জনমে নীল মেঘ হবো আমি,
আর তুই হবি নীল সাগরের ঢেউ।
সারা জীবন বাসবো ভাল তোকে,
তুই ছাড়া জানবে না আর কেউ।।
পরের জনমে পাহাড় আমি হবো,
তুই নামবি বেয়ে, হয়ে খর-নদী।
সারা জীবন থাকবি আমার সাথে,
আমায় তুই বাসিস ভাল যদি।।
এখনও হয়তো রয়েছিস দূরে তুই
আমি রয়েছি আজও তোর অপেক্ষায়।
আমার সমস্ত স্বপ্ন যায় ভেঙে
তোর প্রতিটি কঠিন বাস্তবের ঘায়।।