হঠাৎ-ই যদি তার সাথে দেখা হয়!
বছর চারেক পর, এক জ্যৈষ্ঠ মাস।
চৌরাস্তার মোড়ের ভিড়ে,
ক্লান্ত চোখ দুটো খুঁজতে থাকে যখন,
একটি ট্যাক্সি কিংবা একটি বাস।
তখন হাত বাড়িয়ে সে ডাকতে থাকে ট্যাক্সিকে।
ট্যাক্সি!
একের পর এক ট্যাক্সিগুলো,
পরপর বেড়িয়ে যেতে থাকে।
হতাশ হয়ে রাস্তার পাশে,
ভিড়ের মাঝে দাঁড়িয়ে পরে সে।
তারপর আনমনে হাটতে থাকে সামনে।
সময় দেখবার ছলে,
মাঝে মাঝে চোখ চলে যায়,
ফোনের স্ক্রিনে।
হঠাৎ যদি তার চোখ দুটো আটকে যায়,
রাস্তার পাসে দাঁড়িয়ে থাকা,
একজোড়া আশ্রয়হীন চোখে।
সেই চোখদুটোও যেন থমকে গেছে,
আর একটি চেনা মুখ দেখে।
হেসে ফেলে বলতে চায়,
কেমন আছো?
কিন্তু বলা হয় না।
থমকে গিয়ে, এগিয়ে যাওয়া হয়না
আগের মতো আর।
হাসি মুখেই এগিয়ে আসে সে,
'আরে! তুমি! কেমন আছো?'
উত্তর দেওয়া আর হয় না
দম বন্ধ হয়ে আসে।
তবুও যেন কিসের চেষ্টা চলে।
বহু পরিচিত কাউকে খোঁজার চেষ্টা,
নীরবে খুঁজে চলে স্মৃতির অতলে।
হ্যাঁ। আজও মনে আছে এই মুখ
হ্যাঁ, চার বছর পর এই মুখ,
আজ সামনে এসে দাঁড়িয়েছে।
একদিন এই মুখ কত খুঁজেছি।
না, পাইনি। সে চলে গিয়েছিল।
হঠাৎ-ই তাই বলে উঠি,
'কে আপনি? চিনতে পারলাম না!'
'কি? চিনতে পারলে না!'
'মাফ করবেন। ঠিক চিনতে পারলাম না।'
'তাহলে বোধ হয় আমারই ভুল।'
'আমারও তাই মনে হয়।'
'মাফ করবেন।'
-বলে এগিয়ে যায় সে সামনে।
হাতের সিগারেটটা পুড়তে পুড়তে,
আঙুলের কাছে এসে দাঁড়িয়েছে।
আঙুলে ছেঁকা লাগতে শুরু করেছে।
সিগারেটটা নিচে ফেলে দিয়ে,
পা দিয়ে চেপে নিভিয়ে দিই।
পেছন ফিরে চলতে শুরু করি আবার...।