আজি তুমি বিরস বদন মলিন বসনে
বসে আছো একাকিনী  ছিন্ন আসনে,
কোথা তব আগুনে রূপ
সব হারিয়ে কেন নিশ্চুপ?
ঝরা ফুলের পাঁপড়িগুলো শোভে বদনে!