কলম ছিলো যার অসি সম
সোজা শিরদাঁড়ায় ছিলেন যিনি সদা স্থির
চোখে চোখ রেখে লড়াইয়ের কথা
বলতে পারতেন সবার প্রিয় শঙ্খ বীর।
পঞ্চ পাণ্ডব ছিলেন তাঁরা
শক্তি, সুনীল,শঙ্খ, বিনয়, উৎপল,
একে একে হলেন লীন
যাঁদের ব্যথায় ঝরে সদাই চোখ বেয়ে অশ্রু জল।
বাংলার সাহিত্য আকাশের উজ্জ্বল নক্ষত্র
রেখে গেলেন ভাণ্ডারে অনেক কিছু
আজ হারিয়ে তাঁরে
কাঁদছে সবাই, কাঁদে যেমন ছোট্ট শিশু।
হয়তো পেতাম আরও কিছু কাল
পেতাম তাঁরে সাথে
চলে গেলেন সবারে ছেড়ে
করোনার বেহিসেবী আঘাতে।
একে একে যাচ্ছেন ছেড়ে বহু গুণী জ্ঞানী জন
কেন হচ্ছে এমন ?
কেন বার বার আসছে ফিরে
আঁধার ভরা কুক্ষণ?
আগামীর আকাশ ভরবে কি আবার?
নতুনের আগমনে
আর একটা রবি, নজরুল, সুকান্ত
পাবো কি খুঁজে এ জীবনে!
সেই আশায় আছি বেঁচে
আসুক আবার সেই শুভক্ষণ
বাংলার আকাশ ভরে যাক তারায় তারায়
সহাস্যে করতে পারি যেন তারাদের বরণ।