দেখবো বলে নীল আকাশটা
গেলাম ছুটে মাঠে,
অবাক চোখে তাকিয়ে দেখি
মিলছে গিয়ে তটে!
পেতে গিয়ে তারি ছোঁয়া
যাইনা যতই সামনে,
যায় সরে সে দূরে দূরে
ধরবো তারে ক্যামনে!
কাছে এসেও দেয়না ধরা
লাগে ভীষণ হতাশ,
যন্ত্রণাতে করি ছটফট
করি এপাশ ওপাশ।
মরীচিকার কথা জানি
দেয় না কভু ধরা,
জেনে শুনে মরীচিকার
পেছন করি তাড়া।
হাতের কাছে চারপাশেতে
হাজার শোভার আবাস,
খোলা চোখে যায় যে দেখা
নাকে আসে সুবাস।
নাগালের ওই লাল সূর্যটা
উঠে যখন ভোরে,
হাতের কাছে পেয়েও তারে
মিছে ছুটি দূরে।
গেঁয়ো যোগী ভিক্ষা পায় না
পায় যত ভিন দিশি,
তাই তো ছুটি দূর দেশেতে
থাকতে হাসি খুশি!