করোনা তুমি যাবে কবে(১)
(Acrostic ফরম্যাট)

করোনা তুই যাবি রে কবে?
রোগ হয়েই থাকবি কতকাল এ ভবে?
নাই কি তোর লাজ শরম?
তুই  দেখছি  দু কান কাটা চরম!
মিথ্যা আশ দিয়ে কোথায় ছিলি লুকিয়ে?
যাবি কি শেষে তোর ধর্ম কর্ম খুইয়ে?
বেহায়া বলে দেবে গালি,
কতক দেবে দুহাতে তালি,
বেয়াদবিটা আর না করে  যা তুই চলে!


যাব ভেবে তো আসিনি(২)
(Acrostic ফরম্যাট)

যাব ভেবে তো আজ আসি নি!
বধ করবো সাজবো খুনি।
ভেবে ভেবে তো পাবি না কুল
বেলা শেষেই খুঁজবি ভুল।
তোদের জন্য  দেখ রে সব আজ আঁধার
আকাশে চাঁদ কাঁদে বারংবার।
সিংহাসন ছিনিয়ে নিয়ে  কি করলি?
নিংড়ে নিয়ে সবটা রস দিলাম বলি!