চুপিচুপি বলেছিলো আসবে প্রিয় রাতে একা
"পিছন দরজা খোলা রেখো যায় যেন ঢোকা । "
সামনের দরজায় বসেছিলেম তার অপেক্ষায়
রেগে ছিলো সেদিন ভীষণ পাড়ার লোকের কথায়।
"বড্ড বাড়াবাড়ি করছে ছেলে"বলছিল সবায়
"লেবেল বিচার বিবেচনা না করেই প্রেম বড় অন্যায় "।
গেলো গেলো রব উঠেছিল দুজনের দুই পাড়ায়
লোকের হাজার গাল মন্দকে রেখেছিলাম দুজন মাথায় ।
সেই সময়ের সবুজ প্রেমকে ভুলিনি আজও দু জনায়
আমাকে সে বলে গেলো"এ প্রেম বন্ধন থাকবে বজায়।
মাঝখানেতে কারোর কোনো চোখ রাঙানি করি কেয়ার থোড়াই
রেখে গেলেম ঠিকানাটা জানি পৌঁছে যাবে সেথায়।"