মনটা আজকে করছে কেমন
করছে কেমন উড়ু উড়ু !
দেখা হওয়ার প্রথম দিন আজ
হয়েছিল লম্বা পথে যাত্রা শুরু।
চলার পথের প্রতি বাঁকে
আছে লেখা জীবন কথা,
সব টুকু তার আছে মনে
কান্নায় ভেজে চোখের পাতা।
পুরোনো সব স্মৃতি কথা
চোখে ভাসে ছবির মতো,
ব্যথা বুকে জড়িয়ে ধরে
ঝরাই রক্ত অবিরত ।
প্রেম বিরহের ফুলকুঁড়ি সব
ছড়ায় সুবাস সমীরণে,
আঁধার সরিয়ে খুঁজে দেখি
ভাসছি জলে দু'নয়নে।
বিরস বদন নেই হাসি আর
আনন জুড়ে আলুথালু কেশ,
রোমথিত হয়নি মধুর ক্ষণ
ছিলাম যখন দুজনে বেশ।
এ ভালেতে নাই সুখ জানি
চোখের জলে তাইতো ভাসি,
কবেই হয়েছে বদন মলিন
শুকিয়ে গেছে বিমল হাসি।
যার কারণে এত গল্প গাঁথা
গেছে সে যে চিরতরে ভুলে,
দেয়ালে রাখা শেষ ছবিটা
করেছি বন্দী বাক্স খুলে।