চাঁদের আলো পড়লো যখন দেখলাম তোমার মুখ
দেখাতে সে কি আনন্দ আমার ভুললাম মনের দুখ।
রকম সকম সে কি তোমার ছুটলে উড়ায় চুল
হাড় কাঁপানো রূপের আগুন তুললো হৃদে দোল!
টের পাইনি গো বাঁধলে কখন এ মনেতে মোর বাসা
প্রথম প্রথম ভয় পেলেও জেগেছিল শেষে আশা।
থমথম মুখে এলে একদিন বুঝলাম না তার কারণ
মনের মধ্যে ডাকলো কু কেউ বুঝি করেছে বারণ।
দেখতে দেখতে গেলো পেরিয়ে সময় সব আমার
খাল দিয়ে কুমির এসে খেয়ে করলো আশা সাবাড়!