ব্যতিক্রমী চিন্তাধারা; জানি, পোষণ করো তুমি,
থাকনা আজকে লড়াই ঝগড়া ; যাইনা থেমে আমি!
বুকের ভেতর হাহাকারে তোমার কি বা আসে যায়?
কেবল ভাবো, যাই বা করি আজকাল সবই অন্যায়!
তেমন তর ভাবনাকে তো কভু দিই না প্রশ্রয় আমি,
থামলে তুমি মাঝ পথেতে ভাবালে নিজেকে দামী!
কদিন ধরে ভাবছি আমি, কেন এমন তর খেলো?
বেকার বেকার একই প্রশ্ন বারবার কেন তোল?
কত কসরত করে পেলাম তোমার মনের নাগাল,
তত্ত্ব কথায় হয় নাতো কাজ ভাঙতে হৃদের দেয়াল।
কাল থেকে নয় ঝগড়া ঝাঁটি থাকুক খুঁনসুটি,
লকারেতে রাখলাম তুলে তোমার প্রেমের চাবিকাঠি ।
*** কবিতার সবগুলো পঙক্তির আদ্যক্ষর পর পর সাজিয়ে কবিতার নামকরণ।