প্রিয় কবি মোঃ আমীর হোসেনের " বন বিড়ালী" ছড়ায় অনুপ্রাণিত হয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সন্মানীয় কবিকে ছড়াটি উৎসর্গ করলাম।
কাঠ বিড়ালী লেজটা তুলে তুই দৌড়ালি
কালো বিড়াল করলো যখন তোরে তাড়া,
ভয়ের চোটে ছুটে গেলি ধপাস করে নীচে পড়লি
সবাই মিলে করলো চেষ্টা দিলি না তুই সাড়া।
শ্বাসটাকে তুই বন্ধ করলি সোজা হয়ে শুয়ে পড়লি
দু'চোখ বুজে নিলি রে তুই বেশতো একা একা মজা,
ভাবলো যখন সবাই ওরে গেছিস মরে চিরতরে
সোজা হয়ে উঠলি বসে হয়ে গেলি তরতাজা।
ঘটে কিছু বুদ্ধি ভরে ফুড়ুৎ করে গাছে চড়ে
হুকুম দিলি, আজকে থেকে তুই-ই বনের রাজা,
বাঘ সিংহ কে দিলি হুকুম ডাকরে সবাই বক বক বকম
একটি লাইনে দাঁড়া সবাই একেবারে সোজা।
করিস যদি একটু নড়চড় বানর সেনা করবে ধরপাকড়
সবক'টাকে চড়াবে ঠিক একেবারে শূলে,
এখন থেকে আমিই রাজা তোরা সবাই আমার প্রজা
যাসনে যেন এ কথাটা কেউতো কভু ভুলে!