চোখের কোণ কালিতে ভরা
আকাশ মেঘে ঢাকা,
পূর্ণিমা চাঁদ গেলো কোথা
খুঁজিয়া মরে একা।
নদীর ঘাটে বসিয়া মাঝি
তুলিয়া ধরে পাল,
আশা নিরাশায় দুলিয়া সে
হয় যে বেসামাল।
জমিয়াছিল পারানি যাহা
করিয়া তাহা ব্যয়,
আপন ভোলা মাঝিগো আহা
পাইবে যে কোথায়?
কর্ম জানে ধর্ম নাহি
অচল এই যুগে,
কেমনে মাঝি হইবে পার
জীবন নদী বাঁকে?
ধরিতে হইবে যে খোদাকে
চলিতে সৎ পথে,
তাঁহার রহমত পাইবে
যাইবে বেহেস্তে।