জন্ম কালে ছিলো নাতো বাধা
আস্বাদিতে রূপ রস গন্ধ,
কালান্তক কেড়ে নিলো যেই
হারিয়ে গেলো সকল ছন্দ।
স্তব্ধ হলো না চলার গতি
বয়ে চললো কষ্টের জীবন,
যাত্রা পথে সাথী হয়ে তাই
জাগাতে চাই প্রাণে স্পন্দন।
ঈশ্বর তো দিয়েছেন আজ
হাত ভরে ঢের ঢের বেশি,
অর্থ দিয়ে শুধু নয়,চাই
মানুষ হিসেবে ভালোবাসি।
আজ আছি কাল র'বো নাতো
এ ভবের সংসারেতে কেউ,
বাড়াতে চাই তাই দু'হাত
তুলতে জীবন গাঙ্গেতে ঢেউ ।
সহমর্মিতার সংবেদন