শিক্ষা হোক সবার জন্য
ঘুচে যাক ভেদাভেদ,
শিক্ষার নামে ব্যবসাগুলোয়
বসুক পূর্ণচ্ছেদ।
জেগে উঠুক সমাজ এবার
জ্বেলে বোধের আলো,
শিক্ষক সমাজ পাশেই আছে
মুছতে সকল কালো।
শিক্ষার নামে দুর্নীতিকে
প্রশ্রয় দেবো না আর,
নতুন প্রভাতের দাবি হোক
শিক্ষায় সমান অধিকার।
শিক্ষাঙ্গন থেকে মুছে যাক
রাজনৈতিক প্রভাব,
মেরুদন্ড সোজা রেখে চলা
হয়ে উঠুক স্বভাব।
শিক্ষক নিয়োগ হোক স্বচ্ছ
বন্ধ হোক প্রহসন,
সঠিক সম্মানে সম্মানিত হোক
শিক্ষকের আসন।
শিক্ষাস্থলে শিক্ষালাভই হোক
একমাত্র সাধনা,
বিবর্তনের আলোকে ঘুচে যাক
অশিক্ষার যাতনা।
প্রতি শিক্ষার্থী লাভ করুক
মানুষ হওয়ার শিক্ষা,
সঠিক মার্গ দর্শনেই তাদের
পূর্ণ হোক দীক্ষা।