রাত পোহালেই যে দশমী
উমা ফিরবে ঘরে,
টিম টিমে দীপ বেদীর উপর
জ্বলবে একধারে।
এতো আলো এতো খুশি
মাখবে বিষাদ গায়ে,
বাজবে শুধু বিদায়ী সুর
শান্ত নদীর পাড়ে।
ব্যস্ত জীবন ব্যস্ত সময়
সব পুরানো অভ্যাস,
আঁকড়ে স্মৃতি বুকের মাঝে
কাটবে বারোমাস।
ঢাকের আওয়াজ মিলিয়ে যাবে
উড়ো কাশের বনে,
একপশলা জল উমার চোখেও
জমবে বিদায় ক্ষণে।