হাজার হাজার চেনা মুখ
মনের ভিতর ভীষণ অসুখ,
চাইলেও যে খুলছে না জট
জড়িয়ে গেছি ব্যস্ততায়।
ঠোটের ফাঁকে নেই যে হাসি
তবুও হাঁটি পাশাপাশি,
পায়ের দাবি একটু থামা
সময়কে কি থামানো যায়?
এলোমেলো ছেঁড়া কাগজ
যোগ বিয়োগ নয় তো সহজ,
নদীর বুকে ছলাৎ ছল
ঢেউয়ের টানে সবই হারায়।
মিথ্যে প্রেম মিথ্যে আশা
না পাওয়াটাই ভালবাসা,
অলীক স্বপ্ন জেনেও রোজ
নদীর এপার ওপারকে চায়।