মধ্যবিত্ত জীবন আমার
সব কিছুতেই চলনসই,
রাজা হওয়ার নেই বাসনা
নিজেরটুকু আগলে রই।
স্বপ্ন নয়তো আকাশ ছোঁয়া
অতি সরল চলার পথ,
ঝগড়া বিবাদ পছন্দ নয়
সবকিছুতেই সহমত।
ভিক্ষাবৃত্তি লজ্জাজনক
দুর্দিনেতেও বন্ধ মুখ,
মৃত্যু পথের যাত্রী হয়েও
মাথা তুলে বাঁচাই সুখ।
পুণ্য পাপের ভয়ে ভীত
ত্যাগের গল্প জীবনভর,
মুক্ত আকাশ খোলা হাওয়া
আমার তবু বন্ধ দোর।