শখ করে বাড়ির ছাদে
একটা মরসুমী ফুলের বাগান তৈরি করেছি ।
তাতে ফুল ফুটেছে অজস্র।
পিটুনিয়া, জারবেরা, গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা আরো কত কত ফুল....
বাগান আমার কাছে প্রাণের মতো।
প্রত্যেকটা ফুল আমার কাছে বন্ধুর মতো।
তারা হওয়ার সাথে খেলে,
আমার সাথে কথা বলে।
গল্প শোনে, শোনায়...
সকাল বিকাল তাদের যত্ন নিতে নিতে মনে হয়,
এই জগতে আর কেউ না থাক,এরা শুধুই আমার।
কিন্তু এক কৃষ্ণবর্ণ ভ্রমর
আমার বাগানে মাঝে মাঝেই উড়ে আসে,
আর কর্কশ কণ্ঠে গান শুনিয়ে যায়,
বৃথাই বাঁধো মায়ার ডোরে,
শীতের শেষে এরাও হারাবে।