কোন পাড়ায় পুড়ছে বাড়ি,কোন পাড়ায় ঘর,
মিডিয়াতে শুনছি খবর, বুদ্ধি নিরুত্তর।
বারুদ জমছে বুকের ভিতর,পুড়ছে বিবেক রোজ
আমরা নীরব জনসাধারণ, বিদ্রোহে সংকোচ।
মেনে নেওয়াই ধর্ম এখন, মনে অজস্র ভীতি,
মত-বিরোধ টানা-পোড়েন, মুখোশের রাজনীতি।
ধর্মে ধর্মে দাঙ্গা দ্বন্দ্ব,পারদ ঊর্ধ্বগামী,
ভোট বাক্সের লড়াই যখন,মানুষ মরবে জানি।
নমনীয় মেরুদন্ড, গলায় গণতন্ত্রের ফাঁস,
ভিক্ষার ঝুলি হাতে মোরা রাজার ক্রীতদাস।