ঢিলের গুঁতোয় নানা ছুতোয়
খানকয়েক আম পেড়ে,
পাতায় রেখে লঙ্কা মেখে
বন্ধুরা নেয় কেড়ে।
আমের আচার কি অনাচার
লুকিয়ে ছাদের কোণে,
দারুন খেতে ভাই বোনেতে
আনন্দ দুই মনে।
ঝড়ের শেষে একগাল হেসে
আম কুড়িয়ে এনে,
থেঁতলে নিয়ে লবণ দিয়ে
জিভেতে জল টেনে।
পাখির সুরে বাগান ঘুরে
সূর্য ওঠা প্রাতে,
আম কুড়িয়ে তা পুড়িয়ে
শরবতে মন মাতে।
শৈশবের দিন আজও রঙিন
হাজার স্মৃতি নিয়ে,
যখন তখন যায় যে এখন
তারা উঁকি দিয়ে।