বিভেদ ছিল লড়াই ছিল
ধর্ম ছিল আগে,
শূদ্র-মুচি-মেথর জাতি
মরতো জাতের ভাগে।
জ্ঞানী ছিল পন্ডিত ছিল
থাকতো না কেউ পাশে,
গরিব দুখী মানুষগুলো
বাঁচতো দুঃখ ত্রাসে।
এমন সময় জন্ম নিলেন
বীরেশ্বর নামে,
সত্য নিষ্ঠা সাহসিকতায়
শ্রেষ্ঠ বঙ্গধামে।
সঙ্গ পেলেন দীক্ষা পেলেন
পরমহংসের কাছে,
বুঝলেন তিনি তাঁর ঈশ্বর
মানব মাঝেই আছে।
শিকাগোতে হিন্দু ধর্ম
যখন শিখর ছুঁলো ,
মানব সেবায় নিয়োজিত
বেলুড় মঠের ধুলো।