তুমি যদি চাও ফুল হয়ে ফুটবো,
তোমাকে তোমার মত করে আরো ভালোবাসবো,
তুমি যদি চাও বৃষ্টি হয়ে ঝরবো,
সব ভুলে তোমাকে শুধু তোমাকেই আপন করবো।
তুমি যদি চাও আমি ঝড় হয়ে বইবো,
একসাথে একই পথে হাসিমুখে দুঃখ কষ্ট সইবো,
তুমি যদি চাও গান আমি গাইবো,
সারাদিন রাত শুধু তোমাকেই শুধু তোমাকেই চাইবো।
তুমি যদি চাও আগুন হয়ে জ্বলবো,
ভালোবাসার দহনে বারবার শতবার লাল হয়ে পুড়বো,
তুমি যদি চাও কবিতা আমি লিখবো
নিজের আমিকে তোমার তুমিতে রাঙিয়ে তুলতে শিখবো।
তুমি যদি চাও আমি ঝর্নার সুর তুলবো,
ঝিরঝিরি বাতাসের দোলায় সবুজ পাতার মতো দুলবো,
তুমি যদি চাও হাজার স্বপ্ন আমি বুনবো
ঘাসের বুকে প্রভাত শিশিরের প্রেম শব্দও ঠিক শুনবো।
তুমি যদি চাও বলাকার পাখায় রামধনু আঁকবো
ভ্রমরের মতো সারাদিন ফুলে ফুলে প্রেমের রেণু মাখবো,
তুমি যদি চাও শুধু একবার নয়,বারবার,শতবার তোমারই প্রেমে পড়বো,
সব ভুলে শুধু তোমাকেই, শুধু তোমাকেই আপন করবো।