কান্না দিয়ে জীবন আমার
হয়েছিলো শুরু,
আজও দেখি শরীর জুড়ে
দুখের চাদর পুরু।
সুখের ছোঁয়া পায়নি আমি
একটি দিনের তরে,
প্রথম থেকেই ভীষণ আঁধার
আমার মনের ঘরে।
সবাই যখন হাসি খেলায়
থাকতো সদা মেতে,
আমার তখন চলত লড়াই
বাঁচার তাগিদেতে।
দিনের শেষে চোখের পাতা
জলে যেতো ভেসে,
ভাগ্যটাকে মেনে নিতাম
একটু মুচকি হেসে।
থামেনি সে লড়াই আজও
জীবনের শেষ প্রান্তে,
চেষ্টার পরও বিফল আমি
সুখের দিশা জানতে।