একটা ভারত আমার তোমার
সাদামাটা অতি,
আরেক ভারত নেতার রাজার
খামখেয়ালী মতি।
একটা ভারত বাঁচার নেশায়
লড়াই দিনে রাতে,
আরেক ভারত অত্যাচারী
টাকার ক্ষমতাতে।
একটা ভারত আধপেটা খায়
ঋণের বোঝা কাঁধে,
আরেক ভারত লুট হয়ে যায়
বিনা প্রতিবাদে।
একটা ভারত বিশ্বাসে তার
উজাড় হতে থাকে,
আরেক ভারত অবহেলায়
চুরমার করে তাকে।
একটা ভারত দেশপ্রেমিক
বলিদানে নিখোঁজ,
আরেক ভারত ব্যাপারী সে
দেশ বেচে দেয় রোজ।
একটা ভারত বিচার আশায়
পথে প্রান্তে ঘোরে,
আরেক ভারত অন্যায় করে
নির্ভীক টাকার জোরে।
একটা ভারত গলা ফাটায়
শিক্ষা শিক্ষা করে,
আরেক ভারত বিদ্যাবুদ্ধি
হারায় চিরতরে।
একটা ভারত ভীষণ খুশি
বেকার ভাতা পেয়ে,
আরেক ভারত গর্ব করে
দানেরই গান গেয়ে।
একটা ভারত স্বপ্ন দেখে
নারীর ক্ষমতায়ন,
আরেক ভারত হেড লাইনে
ধর্ষণ ও নির্যাতন।
এমন করেই ভারত ভাঙে
গড়ার থেকে বেশি,
বিদেশজাত দ্রব্য প্রিয়
ব্রাত্য আজও দেশি।