ব্যস্ততা আর কাজের ভিড়ে
মানুষ বড়ই ক্লান্ত,
দম নেওয়ারও নেই যে সময়
উন্মাদ আর উদভ্রান্ত।
প্রকৃতির কোল ডাকে তাকে
ছোট্ট ছুটির দিনে,
মনের মানুষ সঙ্গে নিয়ে
খুশিকে নাও চিনে।
পাহাড় নদী সাগরের গান
মেখে নাও আজ প্রাণে,
অরণ্যকে ছুঁয়ে দেখো
সঞ্জীবনীর টানে।
রাতের আকাশ জ্যোৎস্না সোহাগ
কুড়িয়ে নাও হেসে,
ছুটির আমেজ যত্নে সাজাও
মেঘ পরীদের দেশে।