উৎসব আজ রাজার ঘরে
জন্মছে এক শিশু,
পথের ধারে অন্ধকারে
একলা শুয়ে যীশু।
নানা উপহার আশীর্বাদে
ঘর ভর্তি আলো,
পথের কোণে শুধুই আঁধার
যীশুর জীবন কালো।
উপচে পড়া দুধের বাটি
নষ্ট রাজার স্বভাব,
পথের যীশুর খিদের জ্বালা
সঠিক পুষ্টির অভাব।
আদর যত্নে উঠছে বেড়ে
রাজার ঘরের শিশু,
লড়াই করে বাঁচার চেষ্টা
চালিয়ে যাচ্ছে যীশু।
বিদ্যালয়ে ভর্তি যখন
হলো রাজার শিশু,
ইঁট ভাটাতে নিজের কাজে
পটু তখন যীশু।
রাজার শিশু বিদেশ গিয়ে
দেয় না সাড়া ডাকে,
পথের যীশু খুঁজে বেড়ায়
আজও বাবা মাকে।