জীর্ণ দেওয়াল থেকে একটু একটু করে খসে পড়ছে প্লাস্টার,
সবাই চলে গেছে একে একে।
সময়ের স্রোতে শীতের উত্তুরে হাওয়া মৃত্যু কম্পন ধরায় মজ্জায়,
তবু.. তবুও বাকি কটা দিন স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা।
যে কটা দিন পারা যায়।
উন্নতির ছোঁয়া লাগা শহুরে রূপকথায়
আতস কাঁচ পাতলে কড়ি বরগায় ছোঁয়া যায় স্মৃতির পাহাড়।
কিছু হায়নার লোলুপ দৃষ্টি পড়েছে বহুবার,
তবু একটা ঐতিহাসিক লড়াইয়ের নিদর্শন বুকে চেপে বেচেঁ থাকার চেষ্টা।
যে কটা দিন পারা যায়।
যদিও গায়ে বিপদজনক তকমাটা লাগিয়ে গেছে সরকারি আধিকারিক।
তবু...তবু আর কটা দিন এমনভাবেই....
তারপর..