আমার কথা লেখা আছে
উড়ো মেঘের চোখের জলে,
হৃদয় ভাঙার শব্দ ওঠে
শুকনো পাতায় পায়ের তলে।
আমার কথা যায় শোনা যায়
আঁধার রাতে চিলেকোঠায়,
ফেলে আসা স্মৃতির কোলাজ
বন্দী ঘরে পুষ্প ফোটায়।
আমার কথা মুক্তো ছড়ায়
শিশির ভেজা দূর্বা ঘাসে,
সব হারিয়ে দিব্যি আজও
সবাইকে সে ভালোবাসে।
আমার কথা মিশে থাকে
ধুলো বালির গল্প-গাথায়,
স্বপ্নগুলো অটুট থাকে
ছিঁড়ে যাওয়া নক্সী কাঁথায়।
আমার কথা লড়াই চালায়
উজান স্রোতের উল্টো টানে,
মৃত তবু অমর আজও
বলে সবাই কানে কানে।