সময়ের ওপার থেকে
____________ প্রদীপ চৌধুরী ___________
শ্বাস রুদ্ধ একটা বিকেলের যৌবন
অতিক্রান্ত সময়রেখার মানচিত্রে ঝুলতে থাকে ।
বদলের পর বদল আসে, তারপর আবার বদল !
বদলে যায় রঙিন পটে আঁকা সময়ের অঙ্কটা ।
ঘড়ির কাঁটার সাথে সাথে মাথার চুলে বোঝা যায়
পেড়িয়েছে প্রহরের দীর্ঘ গণ্ডি ।
সময়ের ওপার থেকে তাকিয়ে দেখি, কৈশোর - যৌবন
তাকিয়ে দেখি অবহেলা অহংকারের মৃতদেহ ।
সময়ের ওপার থেকে সময়কে দেখি
ফ্যাকশা হতে হতে মানচিত্রের দেওয়ালে আটকে যায় ।