সবাই ঘুমিয়ে পড়েছে
**** প্রদীপ চৌধুরী *****
ঘুমিয়ে পড়েছে আমার দেওয়াল ঘড়িটা
এইবুঝি দিনের শেষে অন্ধকার ফুটবে
চোড়াবালির চাদর খুলে |
জানলার কাঁচকে অন্ধকারে আমি দূরবীন ভাবী
দশক্রোশ দৃষ্টিভঙ্গি নিয়ে চোখ ছুটে চলে
রানারের মতো |
ছুটতে ছুটতে যৌবন হারিয়ে যায় চোড়া বালির বিছানায়,
অনেকে রঙ মেখে সঙ সাজে
অনেকে রক্তস্নান করে শক্তি জোগায় |
আমি ভীতু, দুর্বল
আমার চিত্তে কাপুরুষত্ব বিকশিত হয় সূর্যালোকে |
আমার ঘড়ি ঘুমিয়ে আছে ঘুমোক, বেশ তো আছে
আমার ঘুমেই বা কার কি এসে যায়, দেশ তো আছে |