তোমাকে একটা সমুদ্র ভেবেছি আমি
জানি কোনো ভুল ভাবিনি
তোমার লবনাক্ত জল দেখেছি চোখের পাতায়
জোয়ার ভাটা খেলতো তাতে ।
তোমার বুকে যে অসীম জায়গাটা দাঁড়িয়ে আছে
তার ভিতর তিলে তিলে গড়ে উঠেছে একটা মরুদ্যান
এই সবকিছুই দেখেছি তোমার ভিতর ।
অথচ না দেখার মতো করে থাকবো ভেবেছি বহুবার
সমুদ্রের টানে ভাসবোনা কখনো ।
আমার সমস্ত ভাবনাকে তোমার সমুদ্রে ভাসিয়েছি যখন
তখন এ সমুদ্র তোমার একার নয়, আমাদের ।