রঙ বদলের শেষে
**** প্রদীপ চৌধুরী ***
বছরের শেষ সূর্য অস্ত যায়, মানুষের মতো
অবার জাগবে বলে |
মাটি থেকে অঙ্কুরিত হয়ে একটা সকাল
ধূসর হয়ে যায় |
দিগন্ত নদীর দূরত্ব মাপতে মাপতে একটা ব্যবধান
অসীমের শেষ কিনারা খোঁজে |
রঙ মেখে অন্ধকার নিজেকে আয়নার সামনে রেখে
নতুন হতে চায় |
আলোকেও দেখেছি রঙ মাখতে |
মাঝ রাতে কতো কিছু রঙ বদলায়
কেউ বদলে যায় রঙের আস্তরণে |