রাত্রি গভীর হলে
**** প্রদীপ চৌধুরী ****
আমার মতোই ক্লান্ত ঘুমহীন রাত
আকাশের তীরে একা একা দিনের প্রহর গুনছে |
আমি ছাদের উপর বসে অনুভব করছি আমার একাকিত্ব
অনুভব করছি রাত্রির একাকিত্ব |
আমার মতোই পুকুরে পাড়ে জেগে আছে এক দীর্ঘকায় গাছ
তারও মন খারাপ |
রাতের নিস্তব্ধতা ভাঙে প্যাঁচার এক কর্কশ ডাক
বিষন্নতা মিশে থাকা সে ডাকে
রাত্রের অন্ধকারে নেমে আসে অশনি সংকেত |
গভীর রাতে কতো সংলাপ দেখি আকাশের বাতাসের,
তারপর কখন সকাল আমার ঘুমন্ত চোখে আলো জ্বালে |