কথা বলতে দাও (গদ্য কবিতা)
******** প্রদীপ চৌধুরী******
আমি নতুন পথের পথিক,
আমি অবহেলিতের প্রতীক|
একদল জমানো অবহেলা আমাকে জাগিয়ে তোলে
তাদের চোখে ভেসে ওঠে করুণ প্রতিচ্ছবি
কাকুতি-মিনতি কত কিছু|
অথচ এক বিরাট পাথর প্রতিনিয়ত আমাকে
চেপে ধরছে,
শিকড়ে ঢালছে গরম জল|
আমি কি করে কথা বলবো?
রাস্তায় লুটিয়ে পড়া স্বাধীনতার পাশে দাঁড়াতে দাও,
না খেতে পাওয়া কঙ্কালদের ভালোবাসতে দাও,
তাদের সুপ্ত অভিযোগ আমার মুখে ফুটে উঠুক
অন্তত একটু কথা বলতে দাও|