অন্ধকারের দূত
***প্রদীপ চৌধুরী***
পৃথিবীর কোনো প্রান্ত থেকে নেমে এসেছে অন্ধকারের এক বিশাল প্রাচীর,
নেমে এসেছে অজানা এক অভিশাপের উচ্ছাসিত ঢেউ
কলকল সুরে ভেসে চলেছে অবহেলিত শান্তির ছায়া
নির্বিকার পথের আলো গুলো টিপটিপ করছে
দূর থেকে হাত নেড়ে ডাকছে অন্ধকারের দূত|
রাত্রে জ্বলন্ত- উদ্দীপিত চাঁদ-তারাদের সাড়া নেই
মেঘহীন আকাশে বিরাজ করছে নিঝুম নিস্তব্ধতা
বাতাসের কানে কানে ভেসে আসছে শূন্যতার কণ্ঠস্বর
শুধু একফালি অবিরাম ছায়া চক্ষু রঞ্জিত করছে
আর অন্ধকারের দূত আনাগোনা করছে রাস্তায়|