অস্তিত্ব
***প্রদীপ চৌধুরী***
জানি তো একদিন সব শেষ হয়ে যাবে
তবুও তো থামে না এ পথ চলা
থামে না তো গান গাওয়া|
বিশ্ব প্রকৃতির কোলে একদিন তো
আমরাই হয়ে যাব ইতিহাস
সেদিনও সূর্য উঠবে-ডুববে আগের মতোই|
শুধু পুরোনো খাতার একটা পৃষ্ঠা উল্টে যাবে|
সেদিন কেউ কি জানবে আমার অস্তিত্বের কথা,
নাকি গাছের ঝরা পাতা আর সকলের কিছু ধুলো
তৈরি করবে আমার অস্তিত্বের ঐতিহাসিক কবর|
তার খবর হয়তো কেউ জানবে না
সকালের সেই লাল সূর্য ছাড়া|