আমার কথা কেউ শোনেনা
***প্রদীপ চৌধুরী***

সবার কথা শুনছি আমি
আমার কথা শুনছে কে
নিজের তালে অটল সবাই
যেমন ভাবে পারছে যে|

আমার কথা কেউ শোনেনা
সবাই শোনায় নিজের গান
আমার বেলায় ব্যস্ত সবাই
আঙুল টিপে বন্ধ কান|

রাস্তা দিয়ে যায়না চলা
গল্প শোনায় জোর করে
আমার কথা বলতে গেলেই
কাজ আছে ভাই শুনবো পরে|